
সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। (সহীহ মুসলিম)
সুবহানাল্লাহ = আল্লাহ পবিত্র ?
২:( আল হামদুলিল্লাহ = সমস্ত প্রশংসা আল্লাহর ?
৩:( লা–ইলাহা ইল্লাল্লাহ = আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ?
৪:( আল্লাহু আকবর = আল্লাহ মহান ?
দীন খুব সহজ
ব্যাখ্যা :দীন মানে = জীবন যাপন পদ্ধতি।
দীন হলো – কল্যাণ কামনা
দীন মানে দীন ইসলাম।
আল্লাহ যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন।ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ
দীন ইসলামের মূল কথা হলো, নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া।
আল্লাহর ভয়
জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা,
ব্যাখ্যা : অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সে – ই সবচেয়ে বড় জ্ঞানী।
সে ব্যক্তি দোযখে প্রবেশ করবেনা, যে আল্লাহর ভয়ে কাঁদে,আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে,
একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই। তবে আছে আল্লাহ ভীতি ভিত্তির।
নৈতিক চরিত্র
মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন।
শব্দার্থ :‘আখলাকুন’ও‘খুলুকুন’ মানে -নৈতিক চরিত্র,ব্যবহার,আচার আচরণ।
বিশ্বাস ভংগ করা
যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা। [তিরমিযী)
মুমিন মুনিনের ভাই।
মুসলমান মুসলমানের ভাই।
মুমিন মুমিনের আয়না
মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি যুলম করেনা এবং তাকে অপমানিতও করেনা।
আয়না
শিক্ষা : আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা। মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতে মজবুত সম্পর্ক রাখে।
মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবেনা।
0 Comments: