আল্লাহ
১.জান্নাতের চাবি হলো – ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’ এ সাক্ষ্য দেয়া। (আহমদ)
শব্দার্থ
ইলাহ’ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।
২.আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। (সহীহ মুসলিম)
৩. শ্রেষ্ঠ কথা চারটি :
1:( সুবহানাল্লাহ = আল্লাহ পবিত্র ?
২:( আল হামদুলিল্লাহ = সমস্ত প্রশংসা আল্লাহর ?
৩:( লা–ইলাহা ইল্লাল্লাহ = আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ?
৪:( আল্লাহু আকবর = আল্লাহ মহান ?
আল্লাহর অধিকার
দীন
দীন খুব সহজ
ব্যাখ্যা :দীন মানে = জীবন যাপন পদ্ধতি।
দীন হলো – কল্যাণ কামনা
দীন মানে দীন ইসলাম।
নৈতিক চরিত্র
মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন।
শব্দার্থ :‘আখলাকুন’ও‘খুলুকুন’ মানে -নৈতিক চরিত্র,ব্যবহার,আচার আচরণ।
আল্লাহ
জান্নাতের চাবি হলো – ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’ এ সাক্ষ্য দেয়া। (আহমদ)
শব্দার্থ : ‘ইলাহ’ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।
আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। (সহীহ মুসলিম)
শব্দার্থ : সাওম – রোজা।
সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে। (বায়হাকী)
যখন রমযান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। (সহীহ বুখারী)
তোমাদের মাঝে বরকতময় রমযান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। (নাসায়ী)
হজ্জ ও উমরা
হজ্জ ও উমরা পালনকারীরা আল্লার মেহমান। (মিশকাত)
আল্লাহর পথে জিহাদ
আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। (সহীহ বুখারী)
যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে ( জিহাদ করে )। (সহীহ বুখারী
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। (তিরমিযী)
শব্দার্থ : সাওম – রোজা।
সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে। =বায়হাকী= যখন রমযান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। =সহীহ বুখারী=
তোমাদের মাঝে বরকতময় রমযান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। -নাসায়ী-
হজ্জ ও উমরা=হজ্জ ও উমরা পালনকারীরা আল্লার মেহমান। -মিশকাত-
=আল্লাহর পথে জিহাদ-=
আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।-সহীহ বুখারী- যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে ( জিহাদ করে -। =সহীহ বুখারী=
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। =তিরমিযী=নিয়্যত কাজ নির্ভর করে নিয়্যতের উপর।=সহীহ বুখারী=
নোট=নিয়্যত মানে -উদ্দেশ্য,সংকল্প,ইচ্ছা,কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেয়া।‘কাজ নির্ভর করে নিয়্যতের উপর’ মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে, তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।=সহীহ বুখারী=
আল্লাহ
তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেননা,তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ সহীহ..মুসলিম
এখানে অন্তর মানে-উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়্যত। এই তিনটি হাদীস থেকে আমরা মানব জীবনে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়্যতের গুরুত্ব জানতে পারলাম।সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিত। দীন দীন খুব সহজ =সহীহ বুখারী=
ব্যাখ্যা
দীন মানে =জীবন যাপন পদ্ধতি। এখানো দীন মানে দীন ইসলাম। অর্থাৎ ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ। দীন হলো – কল্যাণ কামনা। =সহীহ মুসলিম=
দীন ইসলামের মূল কথা হলো, নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া। আল্লাহ যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন। =সহীহ বুখারী=
0 Comments: